Print

Rupantor Protidin

দেবহাটায় ছাত্রলীগ নেতা মিঠু গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ৬:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার দেবহাটায় আমির হোসেন মিঠু (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

রোববার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই শফিউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আমির হোসেন মিঠুকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি গোলাম কিবরিয়া হাসান।