Print

Rupantor Protidin

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ৬:০১ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে দলে সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ দলের যোগ দিয়ে খুশি টেইট। তিনি বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সম্প্রতি বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। তার অধীনে রানারআপ হয় বন্দর নগরীর দলটি। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেছিলেন। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে টেইটের।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পেস বোলিং কোচ অ্যাডমসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে অ্যাডামসের।