Print

Rupantor Protidin

অভয়নগরে মডেল মসজিদ নির্মাণের ঢালাই কাজের উদ্ভোদন!

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের অভয়নগর উপজেলার মডেল মসজিদ নির্মাণের ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জামিয়া আারাব্যিয়া মহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা’র প্রবীণ সাইখুল হাদিস মুফতী তৈয়্যেবুর রহমান সাহেব’ দোয়ার মধ্য দিয়ে ঢালা কাজের উদ্ভোদন করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, খাদ্যশস্য ও সার সমিতির সভাপতি আবদুল গণি সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কাজী গোলাম হায়দার ডাবলু,পৌর বিএনপি সভাপতি, আবু নঈম মোড়ল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবলু, সেক্রেটারি ইউনূস আকুঞ্জি, নোয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান,অভয়নগর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক, শেখ আলী আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা উলামা শাখা ও মসজিদ মিশন শাখার সভাপতি মাওঃ ওয়ালিউল্লাহ বরকতি,অভয়নগর উপজেলা ইসলামি ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।