সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের পরানদহা মৌজার ক্রয়কৃত সম্পত্তির জবরদখলের অভিযোগ উঠেছে – নেবাখালী গ্রামের মৃত্যু আলী আকবরের পুত্র আঃ মজিদের বিরুদ্ধে।
১১ মে রবিবার সরজমিন গেলে নেবাখালী গ্রামের আকবর আলীর স্ত্রী কুলছুম বিবি বলেন পরানদহা মৌজার জেলঃ নং ৪৫ খতিয়ান নংএস,৫২৪ খতিয়ান খারিজ মতে ৫২৪/১ হোল্ডিং নং ১৩৮১ বি এস ১০৮৮ দাগের এস এ ৩৭৯ বি এস ৬৭৭ দাগের ডাঙ্গা ২৬ শতক জমির মধ্যে ১৩ শতক জমি ২০১৭ সালে ক্রয়করি জমির বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি জানতাম আমাদের জমি বন্ধক দেয়া আছে।
পরবর্তী জানতে পারি আঃ মজিদ উক্ত সম্পত্তি তার ক্রয়কৃত বলে দাবী করছে আঁগরদাড়ী ইউনিয়ন ভূমি অফিস থেকে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখি আমার ক্রয়কৃত ৬৭৭ দাগের জমি দখল করে আছে,পরবর্তীতে আমি আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করে চাষাবাদ করছি বলে জানান, বিরোধপূর্ণ সম্পত্তির বিষয় মুঠোফোনে জানতে নেবাখালী গ্রামের আলী আকবর পুত্র মোঃ আঃ মজিদ বলেন ২০১০ সালে সম্পত্তি ক্রয়করি আকবর আলীর কাছ থেকে, জমির দাগ নং এর বিষয় জানতে চাইলে তিনি বলেন ৬৭৭ দাগের পরিবর্তে ৬৭৮ হয়েছে তা ছাড়া ভুল সংশোধনের জন্য আদালতে মামলা চলমান আছে বলে জানান।