Print

Rupantor Protidin

মহেশপুর সীমান্তে বিজিবির সচেতনতা সভা

প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২৫ , ৩:৩১ অপরাহ্ণ | আপডেট: মে ১১, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের মহেশপুরে মাঠিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয়দের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০মে) বিকালে উপজেলার মাঠিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় চোরাচালান ও অনুপ্রবেশ রোধ,পরিস্থিতিতে সতর্ক অবলম্বনসহ সার্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশপুর সীমান্তে মতবিনিময় সভা করেছে বিজিবি।

৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল আলম স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় আনসার ভিডিপি সদস্যসহ বিভিন্ন পেশার দুই শতাধিক বাসিন্দা অংশ নেন।

এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ না করা, শূন্য লাইনে গমন ও অবস্থান না করা। চোরাচালানকারীদের সামাজিকবাবে প্রতিহত করা মাদকও মানব পাচারকারীদের সম্পর্কে বিজিবিকে তথ্য প্রদান করা।

সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক হওয়াসহ স্থানীয়দের নানা রকম দিকনির্দেশনা দেন।