Print

Rupantor Protidin

আ.লীগকে পরিপূর্ণ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জুলাই অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ | আপডেট: মে ১১, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

আওয়ামী লীগের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ও ন্যায়বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানের আহতরা।

আজ রোববার (১১ মে) শাহবাগ মোড়ে সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে ওই এলাকার স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।

গতকাল শনিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।