Print

Rupantor Protidin

প্রেসক্লাব চৌগাছার জরুরি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৫ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরে প্রেসক্লাব চৌগাছার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্যদের অংশগ্রহণ, ভবিষ্যৎ কার্যক্রম এবং চলমান প্রেক্ষাপটে সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর। সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম, বাবুল আক্তার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান, প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান, সহ-প্রকাশনা আবু হানিফ, সাহিত্য সম্পাদক আবু জাফর বিশ্বাস, সহ-সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ড. আব্দুস শুকুর, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান, পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।
সভা শেষে দেশের সাংবাদিকতা পেশার সুরক্ষা এবং স্থানীয় গণমাধ্যমের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।