Print

Rupantor Protidin

আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চাই: বাচ্চু মোল্লা

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৫ , ৯:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, নির্বাচন প্রশ্নে সরকারের উপদেষ্টারা একেকজন একেক কথা বলছেন। স্বয়ং প্রধান উপদেষ্টাও সকালে এক কথা বিকালে আরেক কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই। তাই এই সরকারের ওপর আমাদের আস্থার জায়গা দিনে দিনে সংকুচিত হয়ে গেছে। আমরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন চাই। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিপুল ব্যবধানে জয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে।

শুক্রবার (৯ মে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রেজা আহম্মোদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।

বিএনপি নেতা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরে বিএনপির একটি চক্র নানান গুজব ছড়িয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওই চক্রটি দৌলতপুরে হায়ার পার্টির নির্বাচন করাতে চায়। অর্থাৎ তারা দৌলতপুরের বিএনপির নেতাকর্মীদের উপেক্ষা করে হায়ার করা ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করাতে চায়। কিন্তু তাদের বোঝা উচিত দৌলতপুরের মানুষ তা মেনে নেবেন না। দৌলতপুর বিএনপি ও সাধারণ মানুষের প্রশ্ন ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন?

উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মাহবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস।

রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মক্কেল আলীর সঞ্চালনায় এ কর্মীসভায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনির নেতৃবৃন্দ।

কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কেন্দ্রীয়  নির্দেশনা আছে, যারা বিগত ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। বিএনপির কমিটিতে তাদের মূল্যায়ন করতে। কিন্তু উপজেলা বিএনপির এক নেতা তার নিজের ইউনিয়ন রিফায়েতপুরে দলীয় নির্দেশনা অমান্য করে মনগড়া পকেট কমিটি করেছেন। দলের নিবেদিত প্রাণ ও যোগ্য নেতাদের বাদ দিয়ে রিফায়েতপুর ইউনিয়নের কমিটিতে যাদের নাম দেয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই বিগত সময়ে বিএনপির কোনো মিছিল মিটিংয়ে উপস্থিত হননি। এখন তারাই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হায়ার করা খেলোয়াড়ের ওপর ভর করছেন।

কর্মীসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা আরো বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে আমার বিরুদ্ধেসহ দৌলতপুর উপজেলার ১৬শ বিএনপি নেতাকর্মীর নামে ৩৯টি গায়েবি মামলা করেছে। আমি নিজের জমি বিক্রি করে সেসব মামলায় দলীয় নেতাকর্মীদের জামিন করিয়েছি। এগুলো ভুলে গেলে চলবে না।

বাচ্চু মোল্লা বলেন, নির্বাচন সামনে এলেই একটি চক্র দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে তৎপর হয়ে ওঠে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। আমি তাদের পাত্তা দেই না। দৌলতপুরের জনগণ আমার সঙ্গে আছেন, আমার আস্থা জনগণের ওপর। এখানকার মানুষ যাকে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকেই নমিনেশন দেবেন।