Print

Rupantor Protidin

যশোরে সড়ক দুর্ঘটনায় নারির মৃত্যু

প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৫ , ৯:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ৯, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে সড়ক দুর্ঘটনায় মোসা. ঋতু বেগম (১৮) নামে এক নারির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার আব্দুলপুর হুজরাপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিকটিম ঋতু বেগম তার স্বামী মো. রাজু’র সাথে মোটরসাইকেল যোগে যশোর থেকে জগহাটি যাচ্ছিলেন। পথিমধ্যে তারা আব্দুলপুর হুজরাপাড়া এলাকায় পৌঁছালে, অপর দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋতু বেগম গুরুতর আহত হন এবং তিনি মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর দেয়। নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।