Print

Rupantor Protidin

কায়েতখালীতে স্বেচ্ছায় রাবেয়া মহিলা কওমি মাদ্রাসায় জমি দান

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ৮:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

রাবেয়া মহিলা কওমি মাদ্রাসায় ৫ শতক জমি দান করেছেন ভুমি অফিসের কর্মচারী ও সমাজ সেবক মোশরফ হোসেন । জানা গেছে, রাবেয়া মহিলা কওমি মাদ্রাসা যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কায়েতখালী ইদগাহ ময়দানের অদুরে । মো.মোশাররফ স্বেচ্ছায় জমি দান করেছেন ইতিমধ্য রেজিষ্ট্রেশন হয়েছে। ধান উঠেগেলে নির্মাণ কাজ শুরু করাহবে। নিজ অর্থে এই ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হবে। তবে কেও সেচ্ছায় অংশ গ্রহন করতে চাইলে সুযোগ থাগবে।

মোশাররফ হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকার হতদরিদ্রদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে আসছেন। শুধু আর্থিক সহযোগিতা করে বসে নেই, করোনা কালীন, ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক ও দ্রব্যসামগ্রী প্রোদান করে থাকেন। রাবেয়া মহিলা কওমি মাদ্রাসায় ৫ শতক জমি দান মাদ্রাসা হেফজখানায় দান করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। মো.মোশাররফ হোসেন কায়েতখালী গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে। এ রকম অনুদান এই প্রথম দিতে দেখা যায়। প্রাথমিক ভাবে ৫ শতক জমির ওপর নির্মিত হবে রাবেয়া মহিলা কওমি মাদ্রাসায় । তার নিজ অর্থ থেকে মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতাও দেওয়া হবে বলেও জানান এলাকাবাসী।

খুব শিগ্রিই এর শুভ উদ্বোধন করা হবে বলে যানান, মো. মোশাররফ হোসেনের ছোট ভাই মোজাফফর হোসেন। তিনি আরো জানান এটি আমাদের মা রাবেয়া খাতুনের নামে করা হচ্ছে।