সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী কলেজের জিবি সভাপতি আঃ সালাম খাঁনের কলেজে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৮মে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি এ্যাড. আব্দুস সালাম খাঁন কলেজে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কলেজে প্রবেশকালে অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী সভাপতিকে বরন করে কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল কবির ও কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেন।
এসময় সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু,রাবেয়া খাতুন মহিলা মাদ্রাসার সহসুপার মাওলানা ইয়াসিন নুরি,বিএনপি নেতা প্রভাষক আব্দুল ওহাব, প্রভাষক মোক্তার হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর,উপজেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান রফিক,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক জিএম আব্দুস সালাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বিএনপি নেতা মাসুদুল আলমকে নবনিযুক্ত সভাপতির বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন সভাপতি সিলেকশনে আমরা খুব খুশি। সালাম খাঁন এলাকার ছেলে তিনি এই কলেজকে খুব ভালোবাসেন তিনি এই কলেজকে শ্রষ্ঠ বিদ্যাপিঠে পরিনত করবেন আশাবাদ ব্যক্ত করেন। তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদেরকে সভাপতিকে সহযোগিতার আহবান জানান।
কলেজ অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে আব্দুস সালাম খান কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতিকে নিয়ম অনুযায়ী সবধরনের সহযোগিতা করা হবে। নবনিযুক্ত সভাপতি আব্দুস সালাম খানকে কলেজের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি নওয়াবেঁকী কলেজে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকে সুসংগঠিত করা হবে। তিনি আরো বলেন এই কলেজকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করবেন।তিনি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।