Print

Rupantor Protidin

ঢাকার আন্দোলন সফল করতে

যশোরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিদের প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ৭:৩২ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারি পরিষদের নেতাকর্মীরা আগামী ১২ মে ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় আয়োজক সংগঠনের জেলা সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সেলিম খান, সদর উপজেলা সভাপতি জিয়াউল করীম জিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সদস্য নূর ইসলাম। এ সময় জেলার আটটি উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, ‘কর্মচারিদের শতভাগ উৎসব ভাতা, গ্রেড উন্নয়ন ও প্রোমোশনের দাবিতে আগামী ১২ মে প্রেসক্লাবের সামনে আন্দোলন কর্মসূচি হবে। যশোর জেলা থেকে অনন্ত ৪০০ কর্মচারি অংশ নেয়ার জন্য জরুরিভাবে নির্দেশনা দেয়া হয়। আন্দোলন সফল করার জন্য কর্মচারিদের নিজ নিজ অবস্থান দায়িত্ব পালন করার আহবান জানান নেতৃবৃন্দ’।