Print

Rupantor Protidin

চৌগাছা বোরো ধান চাল সংগ্রহ

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌগাছা খাদ্য গুদাম রাকিবুল ইসলাম প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে ১৩১৪ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে এবং ৬৪৮ মেট্রিক টন চাল ৪৯/- টাকা দরে সরকারিভাবে সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম আগস্ট পর্যন্ত চলমান থাকবে।