বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর শাখার সভাপতি নূরুল ইসলাম বাবুল, পৌর আমীর আলতাফ হোসেন
প্রমুখ
এদিন নেতৃবৃন্দ নোয়াপাড়া মডেল কলেজ, হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া মহিলা কলেজ, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এবং গাজীপুর রফিয়া কামিল মাদ্রাসায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে বক্তারা বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে এসব দাবি আরও শক্তভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
প্রচার কার্যক্রমে জামায়াত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।