Print

Rupantor Protidin

কেশবপুরে মামাকে সৎকার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ১:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের কেশবপুরে মামার সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামা মারা যান।

তার সৎকার অনুষ্ঠানে সুভাষ সরকারসহ তিনি অংশ নেন। তাকে সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী বলেন, ‘গতকাল বুধবার রাতে দুর্ঘটনাস্থল থেকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।’