Print

Rupantor Protidin

জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২৫, ১:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে ৭ মে দুপুর পৌণে ১টার দিকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন।

এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মজিবুল আলম। উক্ত সময়ের জন্য দলীয় সাধারণ সম্পাদকের পক্ষে সকল বিষয় দেখভালের দায়িত্ব সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের উপর অর্পণ করা হয়।