ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নাদিমের বিরুদ্ধে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে একাধিক মামলা রয়েছে। নাদিম মাহমুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। তিনি বলেন বৃহস্পতিবার ভোর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযানটি পরিচালনা করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হবে।