Print

Rupantor Protidin

মণিরামপুরে দূর্নীতি মামলায় গ্রেফতার হলেন নিকাহ রেজিস্টার

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

বহুল আলোচিত ও সমালোচিত নিকাহ রেজিস্টার মো. মহাসীন কাজী অবশেষে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার উপজেলার জুরনপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক নিকাহ রেজিস্টার মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্টার ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে আলোচনায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মহাসীন কাজী চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক চেক ডিজঅনারের মামলা রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে বাদী হয়ে মো. ফারুক হোসেন উপজেলার কাশিম নগর গ্রামের ছবেদ গাজীর ছেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মণিরামপুর আমলী আদালতে ২২ লক্ষ ৭০ হাজার টাকার একটি প্রতারণা মামলার অভিযোগ গঠন করা হয়। মামলা নং: CR-842/22, তারিখ: ০৩/১০/২২।

এছাড়াও, ১২ নং শ্যামকুড় ইউনিয়নের জামলা ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী মোল্যার ছেলে মো. গোলাম মোস্তফার কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দীর্ঘদিন পলাতক থাকার পর, আইনশৃঙ্খলা বাহিনী অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও, দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে ৩ নং ভোজগাতী ইউনিয়নের সাধারণ জনগণ নিকাহ ও তালাক রেজিস্ট্রেশনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় জনগণের দাবি, দ্রুত নতুন একজন সৎ ও যোগ্য নিকাহ রেজিস্টার নিয়োগ দিয়ে এই দুর্ভোগ লাঘব করা হোক।