Print

Rupantor Protidin

যশোরের বড়বাজারে সুতার দোকানে আগুন

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বড় বাজারের হাটচান্নি মার্কেটে একটি সুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে ‘শফির সুতো বশির দোকানে’ এই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হাটচান্নি মার্কেটে অবস্থিত শফির দোকানে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে।

তিনি আরো জানান, আগুনের তীব্রতা বেশ থাকায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোর প্রচেষ্টা চালান। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।