Print

Rupantor Protidin

যশোরে ইজিবাইক শ্রমিকদের উদ্দ্যোগে মে দিবসের আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে ইজিবাইক শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবসে ও শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার শহরের চাঁচড়া বাজার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন। আয়োজক সংগঠনের সদস্য সচিব নেছার উদ্দীন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চলনা করেন সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে সরকার গঠন করলে বিএনপি ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ফ্যাসিস্ট হওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে। ফ্যামিলি কার্ডের মালিক হবে পরিবারের নারী সদস্যরা।
শিক্ষিত বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু হবে।