Print

Rupantor Protidin

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে কাজ করছে ফ্রান্স

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

গাজা উপত্যকায় চলমান সংঘাতের ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ফ্রান্সের এই উদ্যোগ অন্যান্য রাষ্ট্রকেও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানাতে উৎসাহিত করবে। খবর আল-জাজিরার।

আরটিএল রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যারোট বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সের কণ্ঠস্বর জোরালোভাবে শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশও ফ্রান্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে ফ্রান্সকে সহায়তা করুক—যা বর্তমানে অনিশ্চিত।’

গাজার ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ব্যারোট বলেন, ‘এই মুহূর্তে জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি স্থাপন এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা। গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি ক্রমশ বাস্তব রূপ নিচ্ছে। অবিলম্বে মানবিক সহায়তার পথ খুলে দেওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। ফ্রান্সের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।