Print

Rupantor Protidin

দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে অবতরণ করে। বিমানবন্দর থেকে ১১টা ৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা তাবাসসুম। পথে পথে লাখো নেতাকর্মীর ভিড় অতিক্রম করে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে দিকে খালেদা জিয়া বাসায় পৌঁছেছেন।

গাড়িতে করে খালেদা জিয়া বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা ঘিরে ধরেন। লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। ফুল, ব্যানার, পতাকা, স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা জানান তারা। নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে।

বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, খিলক্ষেত, হোটেল রেডিসন, আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, কাকলী মোড়, বনানী শেরাটন হোটেল, বনানী কাঁচাবাজার, গুলশান-২ গোলচত্বর, গুলশান অ্যাভিনিউ রোড হয়ে ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় পৌছান তিনি।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।