Print

Rupantor Protidin

যশোরে যুবককে বোমা মেরে ও কুপিয়ে জখম, বিচ্ছিন্ন হাত

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর শহরের কোতোয়ালী থানাধীন কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবক নৃশংস হামলার শিকার হয়েছেন। শনিবার (৩ মে ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা তাকে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় আলী বক্সের বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী বক্সকে স্থানীয় বিবাদী মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালে তারা প্রথমে বোমা নিক্ষেপ করে তাকে আহত করে। এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আলী বক্সকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার আশঙ্কাজনক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছেন।

আহত আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই নির্মম হামলা চালানো হয়েছে। এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।