Print

Rupantor Protidin

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ১০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৫ , ৩:৫৫ অপরাহ্ণ | আপডেট: মে ৪, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বার সহ শুভ ঘোষ(৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর বারোটার পনের মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

ছবি: রূপান্তর প্রতিদিন

আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়,চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে।পরে আটককারীর শরীর তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

সহকারী পুলিশ সুপার(নাভারণ)সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।