Print

Rupantor Protidin

আদালতে মামলা দয়ের

যশোরে জমি বর্গা দিয়ে বিপাকে মৃত আলী কদরের ওরেশগন

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

জমি বর্গা দিয়ে বিপাকে পড়েছেন যশোর শহরতলী উপশহর বি ব্লকের বাসিন্দা মৃত আলী কদর ও আফিয়ার ওরেশগন। এখন নিজেকেই ওই জমির মালিক দাবি করছেন বর্গা চাষী আবু তালেব শেখ। মৃত আলী কদর এর ভাগ্নে টিপু সুলতান জুয়েল গত ১৮ এপ্রিল জমি ফেরত চাইতে গেলে আবু তালেব ও তার দুই ছেলে শহিদুল শেখ এবং হাবিবুল্লাহ শেখের হামলার শিকার হন। এ ঘটনায় ২৩ এপ্রিল আদালতে মামলা দয়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী টিপু সুলতান জুয়েল জানান, যশোরের শার্শা থানাধীন ৮১ নং সম্বন্ধকাঠি মৌজার অন্তর্গত আরএস দাগ নং-২৩৫০ দাগের ১১৩ শতক ও আরএস ২৩৫১ দাগের ১৪ শতক মোট ১২৭ শতক জমির মালিক তার মামা আলী কদর ও মা আফিয়া বেগম। সম্প্রতি তার মামা আলী কদরের মৃত্যু হয়েছে। ২ বছর আগে জমিটি সম্বন্ধকাঠি গ্রামের আবু তালেব শেখ চাষের জন্য বর্গা নেন। পারিবারিক সিদ্ধন্ত মোতাবেক জমিটি ফিরিয়ে দিতে তিনি একাধিক বার আবু তালেবের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু অভিযুক্ত তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এ জন্য ১৮ এপ্রিল জমিটি ফিরিয়ে নিতে আবু তালেবের বাড়িতে গেলে জানান ওই জমি মৃত্যুর আগে তার মামা তাদের কাছে বিক্রি করে গেছে। এ সময় তিনি বিক্রির দলিল দেখতে চাইলে আবু তালেব ও তার দুই ছেলে শহিদুল শেখ এবং হাবিবুল্লাহ শেখ তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। একই সাথে ওই জমি কখনো দাবি করতে আসলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ও ওই জমির কোনো ক্ষতি না হয় এই মর্মে আদালতে ২৩ এপ্রিল মামলা করেছেন। বর্তমান তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বলেন, জমি মালিক তিনি নিজেই। সে অন্য কারও জমি দখল করেনি।