Print

Rupantor Protidin

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হলেন লিটন

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনিসুর রহমান লিটন। আজ শনিবার সমিতির নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে আরিফুল ইসলাম রিয়াদের দেওয়া সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপত্র গ্রহণ করা হয়।

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সমিতির কার্যালয়ে মুসলিম আলীর সভাপতিত্বে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিতেই আরিফুল ইসলাম রিয়াদের অব্যাহতিপত্র গৃহীত ও অনুমোদিত হয়েছে। একইভাবে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান লিটনের নামও সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরিফুল ইসলাম রিয়াদ গত ৩০ এপ্রিল বুধবার যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে সমিতির সভাপতির কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন শারীরিক ও পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমিতির সহসভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ-সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির মিলন ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ^জিৎ ঘোষ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবু ও শাহিন কবির, নির্বাহী সদস্য টিপু সুলতান, তবিবর রহমান, আবুল হাশেম, ফজলুর রহমান।

সভার পর নতুন সাধারণ সম্পাদককে নির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।