Print

Rupantor Protidin

সাতক্ষীরায় জীবনের নিরাপত্তা চেয়ে ভক্তিভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

মিথ্যা মামলা ও জীবনের নিপত্তার দাবীতে কয়েকটি পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার আনসার মালির পুত্র ছরোয়ার মালি শনিবার বিকালে সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন উত্তর ক্ষেত্রপাড়ার ছিদ্দিক মালির সঙ্গে পৈতৃক জমি বিরোধকে কেন্দ্র করে আমাদের নামে তেরটি মিথ্যা মামলা দেয়।

ক্ষেত্রপাড়া মৌজার ৮৩/ ১০৩ নং দাগের মধ্যে ৬৮ শতক জমির মধ্যে ২৪ জমি আমরা পৈতৃক ভাবে প্রপ্ত হয় কিন্তু ঐ জমি আমাদের কে ভোগ দখলে বাধা প্রদান এর জন্য ছিদ্দিক মালি তৎকালীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের নামে রুমাখাতুনকে দিয়ে ধর্ষণ এর মিথ্যা মামলা দেয়। শুধু তাই নয় একে একে আমাদের নামে জি আর ২১২/২২, সি আর ১৯৭/২৩, জি আর ৫১৫/২২জিআর ২৩২/২৩সহ মোট ১৩ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

উক্ত মামলা থানা পুলিশ তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলা থেকে মুক্তি পায় কিন্তু থেমে থাকিনি তাদের সড়যন্ত্র তারা একেক একেক সময় আমাদের হত্যার হুমকি দেয় এবং সম্প্রতি ছিদ্দিক মালি, বাবুল ধাবক, আমানুল্লাহ, রবিউল ইসলাম ও আকাশ মালিসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা করে পা ভেঙে দেয় ছরোয়ার মালিকে। এ বিষয়ে ছরোয়ার মালি উল্লেখিত ব‍্যাক্তিদের নামে মামলা করেন।

তিনি আরো বলেন মামলা করায় ঐ সন্ত্রাসীরা আমাদের সব সময় জীবন নাশের হুমকি দিচ্ছে আমরা পরিবার নিয়ে আতঙ্ক আছি। ঐ সন্ত্রাসীদের এখুনি আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেসমত মালি, হোসাইন, ইব্রাহিম ও আবেদা খাতুন