Print

Rupantor Protidin

চালের দাম পড়ে গেলে কৃষক বঞ্চিত হবে : খাদ্য উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

চালের দাম একদম পড়ে গেলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে, উৎপাদনে উৎসাহ হারাবে; এমন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ শনিবার বেলা এগারোটায় নারায়নগঞ্জ বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। একটা ভালো মজুদ গড়ে তোলা সম্ভব। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের যে খাদ্যবিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।