Print

Rupantor Protidin

পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৫ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

সম্প্রতি পোপ ফ্রান্সিস মারা যাওয়ায় পোপের পদটি খালি হয়েছে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে ‘মিটর’ নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তার গলায় একটি বড় ক্রুশও ঝুলছে।

পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। স্ট্রোক ও হৃদ্‌রোগে তার মৃত্যু হয়। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা সভার কাজ চলছে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।

একজন সামাজিকমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে এটি নামিয়ে ফেলুন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক ক্যাথলিক এটিকে আমাদের গির্জার অতীত ও ভবিষ্যৎ নেতার প্রতি চরম অসম্মান বলে মনে করছেন।’