Print

Rupantor Protidin

পঞ্চম শ্রেণির ছাত্রকে নিয়ে পালালেন ২৩ বছরের শিক্ষিকা !

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৫ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

ওই ১১ বছরের ছাত্রকে বছর তেইশের শিক্ষিকা বাড়িতেও পড়াতে যেতেন ৷ বুক মাই ট্রিপের মাধ্যমে ওই শিক্ষিকা একটি ট্যুরও বুক করেছেন বলে জানিয়েছে পুলিশ ৷ গত চার দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির ওই ছাত্র ৷ বাড়ির বাইরে খেলছিল সে ৷ হঠাৎ করেই গত শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যায় ৷ সুরাতের পুনা এলাকার ঘটনায় পুলিশ সিসিটিভি দেখে জানতে পেরেছে, ছেলেটির স্কুল শিক্ষিকা তাকে নিয়ে পালিয়েছেন ৷ তারপরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

১১ বছরের নাবালকের পরিবার ইতিমধ্যেই ওই শিক্ষিকার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে ৷ পুলিশ জানিয়েছে, গত ঘটনার দিন বিকেলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রটি যখন তার বাড়ির খেলছিল ৷ এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। বাড়ির কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্কুল শিক্ষিকা নাবালকের নিখোঁজ হওয়ার খানিক আগেই তার সঙ্গে কথা বলছিলেন। তিনি ৩ বছর ধরে ছেলেটিকে টিউশন পড়ান ৷ পাশাপাশি স্কুলের ক্লাস টিচারও বটে ৷

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় তাদের দু’জনকে সুরাত রেলওয়ে স্টেশনেও দেখা গিয়েছে। শিক্ষিকা ছাত্রকে নিয়ে ট্রেনে ওঠেন ৷ তার আগে নিজের ফোন বন্ধ করে দেন। বুক মাই ট্রিপের মাধ্যমে আগেই তিনি একটি ট্যুরও বুক করে নেন। তদন্তে এও জানা গিয়েছে, ছাত্রটি নিখোঁজ হওয়ার একদিন আগে বছর তেইশের শিক্ষিকা একটি ব্যাগ নিয়ে কোনও একটি জায়গায় গিয়েছিলেন ৷ যদিও নিখোঁজ হওয়ার সময় নাবালকের কাছে কোনও ব্যাগ ছিল না।

পুনা পুলিশের দু’টি দল মামলাটির তদন্ত করছে। শিক্ষিকা এবং ছাত্রের পরিবারের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা ৷ ছাত্রের বাবা বলেন, ” শিক্ষিকার বাবা-মাকে এ নিয়ে জিজ্ঞাসা করলে তাঁরা জানান সেদিন দুপুর ২টো নাগাদ তাঁদের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ও তাঁর ফোন বন্ধ ৷” ঘটনার তদন্তে থাকা পুলিশ আধিকারিক কেএম দেশাই বলেন, “বিষয়টি তদন্তের জন্য পুলিশের দল গঠন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত চলছে ৷”