Print

Rupantor Protidin

যশোরে পঞ্চম শ্রেণির ছাত্রকে হত্যা চেষ্টা

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে মাত্র ২০ টাকা ধার ফেরত চাওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ (১১) নির্মম নির্যাতনের শিকার হয়েছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকাসক্ত ইউসুফ হোসেনের ছেলে মেহরাব হোসেন পরিকল্পিতভাবে আকাশকে হত্যার চেষ্টা করে।

জানা যায়, আকাশ তার ধার দেওয়া ২০ টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত মেহরাব। সে কৌশলে আকাশকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর এক টুকরো দড়ির দুই প্রান্তে আরসি-কোলা বোতল বেঁধে তা আকাশের গলায় পেঁচিয়ে দেয়। পরে বোতলের দুই প্রান্ত ধরে সজোরে টানতে থাকে। একপর্যায়ে আকাশ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে, তার পিঠের উপর বসে দড়ি আরও টানতে থাকে। মৃত ভেবে আকাশকে ফেলে রেখে পালিয়ে যায় মেহরাব।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আকাশের অবস্থা আশঙ্কাজনক। তার চোখে মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে, যা ভবিষ্যতে চোখ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, অভিযুক্ত মেহরাব হোসেনের পরিবার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারের ওপর মামলা না করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি আকাশের পরিবারকে গুম করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে আকাশের বাবা-মা।

এঘটনার পর অভিযুক্তের মা বাদি হয়ে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।