Print

Rupantor Protidin

যশোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিগারেট লুট

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৫ , ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অবস্থিত ‘লিপি স্টোর’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের সিগারেট চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের মালিক মো. মোমিন হোসেন গত ৩০ এপ্রিল কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল দুপুর দেড়টা থেকে ২টা মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে তার দোকানে রাখা শেখ, নেভী ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেট ভর্তি একটি কার্টুন চুরি করে নিয়ে যায়।

তিনি জানান, দোকানে থাকা সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তাকে চিনতে পারা যায়নি। এলাকায় খোঁজাখুঁজি করেও চোরের কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে চাঁচড়া ফাঁড়ির আইসি জানায়, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষে গ্রহণ করা হবে।