Print

Rupantor Protidin

যবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

জিএসটি (GST) গুচ্ছ ভর্তি পরীক্ষায় শুক্রবার (২ মে ২৫) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কার্যক্রম করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুল আওয়াল।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসাইন, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, শহর শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ
এসময় শিক্ষার্থীদের মোবাইল ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,  যশোর জেলা শাখার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।