Print

Rupantor Protidin

দুই পুত্রবধূসহ খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে পারেন পাঁচই মে

প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৫ , ১:৩৫ অপরাহ্ণ | আপডেট: মে ২, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ চৌঠা মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন একথা জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শার্মিলা রহমান এবং মি. হোসেনও দেশে ফিরবেন।

মি. হোসেন বলেন, মিসেস জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে মিসেস জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি।

এর আগে এ বছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।