যথাযথ মর্যাদায় ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে ‘ ‘ শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার ‘ এ সকল স্লোগান নিয়ে নানা আয়োজনে যশোরে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরের চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসটির র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। র্যালিটি শহরের দড়াটানা, মুজিব সড়ক হয়ে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
র্যালির আগে কালেক্টরেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে হবে। মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। দ্বিমত সৃষ্টি হলে আপসের মাধ্যমে তা মীমাংসা করতে হবে। দেশের স্বার্থে কোন প্রকার দ্বন্দ্বে জড়ানো যাবে না। তিনি আরো বলেন, একটি মহল মালিক শ্রমিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দিতে হবে। র্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিজেদের মতো করে অনুষ্ঠান করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই -আলম সিদ্দিকী, জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম রসূল, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহাবুুবুর রহমান মজনু, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান। আলোচনা করেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক সভাপতি রিমন খান, ফরাজি আহমেদ সাইদ বুলবুল, মনোতোষ বসু, সাবেক সহ-সভাপতি প্রদীপ ঘোষ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা মাহবুবুর রহমান মজনু, এডভোকেট আবু মোর্ত্তুজা ছোট। সভা পরিচালনা করেন পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা হোসেন।
এছাড়াও মহান মে দিবস উপলক্ষে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ। বেসরকারি পাইপ ফিল্টার শ্রমিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে মনিহার বাসস্ট্যান্ড মসজিদের সামনে সমাবেশ ও রালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও মহান মে দিবস উপলক্ষে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করছে।