Print

Rupantor Protidin

যশোরে কৃষি সম্প্রসারণ মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সদর উপজেলার প্রশিক্ষণ হল রুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক হাসান ওয়ারিসুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ খামারবাড়ি প্রকল্প পরিচালক রবিউল ইসলাম।

সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল, যশোর জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন প্রমূখ।

এসময় পিডি রবিউল ইসলাম বলেন, মাঠ পর্যায়ে বেশ ব্যায় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন, উত্তম কৃষি চর্চা, উচ্চ মূলের ফসল আবাদ এবং সম্প্রসারণ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে টেকসই কৃষি সম্প্রসারণে এ প্রকল্প চলমান।

তিনি আরো বলেন, টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা নিশ্চিত করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের কৃষকদের উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করে এসব কথা কৃষির উন্নয়ন করা সম্ভব। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন এবং রপ্তানি মুখে কৃষি পণ্য উৎপাদনে জোর দিয়েছে। আগামীতে কৃষি হবে আরো সমৃদ্ধ। দিনব্যাপী শুরু হয় এ প্রশিক্ষণ কার্যক্রমে যশোর অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।