Print

Rupantor Protidin

থানা থেকে লুট হওয়া ১৭ টিয়ারশেল পাওয়া গেলো সেপটিক ট্যাংকে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৫ , ৯:৫৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

চট্টগ্রামে সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার হয়েছে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি গ্যাস গান ও ১৭টি টিয়ারশেল। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে বস্তায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানা পুলিশের এএসআই লুৎফুর রহমান জানান, জরুরি সেবা- ৯৯৯এ এক ব্যক্তি কল করে বিষয়টি জানান। তার দেওয়া তথ্যে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি গ্যাসগান ও ১৭টি টিয়ারশেল উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন লোহাগাড়া থানায় হামলা চালিয়ে বেশ কিছু অস্ত্র লুট করা হয়। লুট হওয়া টিআর মডেলের গ্যাস গান ও ১৭টি টিয়ারশেল কলাউজান তেলিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।