Print

Rupantor Protidin

খুলনায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ , ২:৩১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জ্যোতি (৩০) নামের এক যুবকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ এপ্রিল) এ ঘটনাটি ঘটে।

জানা যায়, গতকাল সোমবার ধর্ষণের পর অভিযোগ নিয়ে জ্যোতির বাসায় গেলে তার স্ত্রীর হামলার শিকার হন ওই তরুণী। ভুক্তভোগী তরুণী একটি কলেজের শিক্ষার্থী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানার সূত্র মতে, গতকাল সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় খুলনা থানাধীন রূপসা স্ট্যান্ড রোডস্থ আফজালের বাড়ির ভাড়াটিয়া হুমায়ুন কবিরের বাসায় তার বন্ধু জ্যোতি ওই তরুণীকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে জ্যোতি দুই বন্ধু হুমায়ুন কবির ও মো. মোস্তাফিজুর রহমান রানাও তাকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী জানান, তিনি এ বিষয়ে অভিযোগ জানাতে গতকাল সোমবার সন্ধ্যায় জ্যোতির বাসায় গেলে তার স্ত্রী তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী থানায় গিয়ে ধর্ষণের বিষয়ে অভিযোগ জানালে খুলনা থানা পুলিশ জ্যোতিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।

কিন্তু তাকে পাওয়া না গেলেও তার দুই বন্ধুকে আজ মঙ্গলবার রাত তিনটায় পুলিশ গ্রেপ্তার করে।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ভুক্তভোগীসহ আটক দুজন থানায় আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’