Print

Rupantor Protidin

ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা

সাংবাদিকদের ফোন ধরেন না সদর থানার তদন্ত ওসি মো: আজিজ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রতিদিনই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। খুন, ছিনতাই, চুরি যেন এখন নিত্যনৈমিত্তিক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। খুন ছিনতাই চুরির ঘটনা বেড়েই চলছে। ভঙ্গুর আইন-শৃঙ্খলা। জনগণের জানমাল রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল।

গুরুত্বপূর্ণ নানা ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বারবার চেষ্টা করেও কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) মো: আজিজ এর সাথে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকরা।

অভিযোগ উঠেছে, সংবাদকর্মীদের ফোন কল গ্রহণ করছেন না এই তদন্ত কর্মকর্তা। এতে করে শুধু সাংবাদিকতার কাজই বাধাগ্রস্ত হচ্ছে না, একইসঙ্গে তথ্যপ্রবাহ ও স্বচ্ছতার প্রশ্নও উঠছে।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমকর্মী’রা জানান, গত কয়েকদিন ধরে কোনো ঘটনা ঘটলেই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। অথচ ওসি (তদন্ত) নিরব থাকছেন ফোনের ওপারে। এক্ষেত্রে কখনো মোবাইল ফোন বন্ধ থাকছে, কখনো বা ফোন রিসিভ করছে না। একের পর এক রিং পড়তে থাকলেও ফোন ধরেন না তিনি। এ অবস্থায় প্রকৃত তথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা কঠিন হয়ে পড়ছে বলে জানান সাংবাদিকরা।

স্থানীয় জ্যেষ্ঠ এক সাংবাদিক বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা প্রশাসনের বক্তব্য নেয়ার চেষ্টা করি। পুলিশের দিক থেকে তথ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু ওসি (তদন্ত) যদি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান, তাহলে স্বচ্ছতা কোথায় থাকে?”

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ওসি (তদন্ত) ইচ্ছে করে হয়ত সাংবাদিকদের কল রিসিভ করেন না। তবে ওনার নানা ব্যস্ততায় রয়েছেন। প্রতিদিন মামলার তদন্ত, আদালতের হাজিরা, প্রশাসনিক কাজসহ বহুবিধ দায়িত্ব পালন করতে হয়। তবে তিনি স্বীকার করেন, সংবাদমাধ্যমের সাথে সময়মতো সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ জানান, পুলিশ ও সাংবাদিক উভয় পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ থাকাটা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের তথ্যগত সহায়তা ছাড়া সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়। তাই প্রশাসনের উচিত সাংবাদিকদের সাথে দ্রুত এবং সদয়ভাবে যোগাযোগ নিশ্চিত করা।
তারা আরও বলেন, বর্তমান সময়ে জনগণের জানার অধিকার রক্ষা করতে হলে পুলিশ প্রশাসনকে আরও জনমুখী ও গণমাধ্যম-বান্ধব নীতি গ্রহণ করতে হবে।