Print

Rupantor Protidin

নড়াইলে সরকারী চাকুরীর প্রলোভনকারী প্রতারক আটক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৩ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৩, ৪:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এসএম রায়হান আলী ওরফে শওকত হোসেন (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রায়হান যশোর শহরের খড়কি এলাকার সৈয়দ আলীর ছেলে। সে যশোরের ডাক বিভাগে চাকরি করে বলে জানাগেছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, তিনটি পেনড্রাইভ, পাঁচটি ভুয়া নিয়োগপত্র, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নামের নয়টি সিল, নয়টি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, একটি ব্ল্যাঙ্ক চেক, বিভিন্ন ব্যক্তির ১১টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হযেছে।

শনিবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, ‘রায়হান ওরফে শওকত ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চাকরি প্রত্যাশী যুবকদের ‘অফিস সহায়ক’ পদে চাকরির কথা বলে ৫ থেকে ৬ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে পাঁচ যুবকের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে ৬ মাস আগে এক যুবক অভিযোগ করে। পরে আরো এক যুবক অভিযোগ জানালে শুক্রবার সন্ধ্যায় যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, চাকরি প্রত্যাশী যুবকদের কাছে  বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ডিসি অফিসের সামনে থেকে টাকার লেনদেন করতো। তার চাল-চলন, ব্যবহারে চাকুরী প্রত্যাশীরা বিশ্বাস করে নিতেন যে, সে ডিসি অফিসে চাকরি করেন।