Print

Rupantor Protidin

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাইসা খাতুন (বয়স দেড় বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবখালী গ্রামে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। রাইসা ওই গ্রামের রাজু আহমেদের মেয়ে।

রাইসার বাবা রাজু আহমেদ জানান, সকালে খাবার খেয়ে তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে জানতে পারেন, খেলার সময় রাইসা বাড়ির আঙিনায় থাকা বিদ্যুতের আর্থিং তার স্পর্শ করলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোভন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রাইসার মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট নমুনা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম রুপান্তর প্রতিদিনকে জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। যেহেতু ঘটনাটি মণিরামপুর থানার আওতাধীন, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে।