Print

Rupantor Protidin

চৌগাছা উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

২৮ এপ্রিল সোমবার দুপুরে ফুলসারা ইউনিয়ন পষিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেদি মাসুদ ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। মাসুদ চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের গুন্ডারা বৈষম্য বিরোধী শিক্ষর্থী, উপজেলা ছাত্রশিবির ও ছাত্রদল নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেন।এমনকি নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও দেয়া হয় সে সময়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভূইঁঞা জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগষ্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনের কথা বলা হয়।