Print

Rupantor Protidin

ভাতিজিকে নিয়ে পালালেন যুবলীগ নেতা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ৪:২৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

নোয়াখালী হাতিয়ায় কলেজ পডুয়া ভাতিজিকে নিয়ে পালিয়েছে রিপন চন্দ্র দাস নামে এক যুবলীগ নেতা। সোমবার (২৮ এপ্রিল) সকালে এ বিষয়ে মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং তিন সন্তানের জনক।

ওই কলেজছাত্রী সম্পর্কে তার ভাতিজি হয়।

মেয়ের বাবা জানান, মেয়েটি কলেজে যাওয়ার সময় প্রায় রিপন তাকে উত্যাক্ত করতো। এক পর্যায়ে সে মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি তার পরিবারকে বিষয়টি জানাই।

তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়। শনিবার সকালে আামার মেয়ে প্রাইভেট পড়তে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে রিপনসহ কয়েকজন মিলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। যুবলীগ নেতা রিপনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

আমরা এবিষয়ে খোঁজ খরব নিচ্ছি। রিপনের নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।