Print

Rupantor Protidin

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা প্রভাষকের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ৪:০৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে মাওলানা ফজলুল হক (৫৫) নামে এক মাদরাসা প্রভাষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার তারানীপুর গ্রামে নিজ বাড়ির প্রাচীরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাওলানা ফজলুল হক তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠান সংলগ্ন প্রাচীরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করেন ফজলুল হক। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানিয়েছে, মাওলানা ফজলুল হক অত্যন্ত সৎ, ধর্মভীরু ও জনপ্রিয় শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।