Print

Rupantor Protidin

মহেশপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

মহেশপুরের স্বেচ্ছসেবী সংগঠন আরডিসির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। এসময় আত্মহত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে গাজিরন নেছা বালিকা বিদ্যালয়ে এসব অনুষ্ঠানে আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে-এর ব্যবস্থাপনা পরিচালক (সাবেক অতিরিক্ত সচিব) ড.জিল্লুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারিকেলবাড়ীয়া ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, এডারের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।