Print

Rupantor Protidin

মণিরামপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ১:০২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১:০২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে চাতাল মিল থেকে স্বরুপজান সাথী (৩২) নামের এক নারীর অর্ধউলঙ্গ গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার খাটুয়াডাঙ্গা বাজারে আফতাব মুন্সির মোড়স্থ একটি চাতাল মিলের ঘরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশসহ স্থানীয়দের ধারণা ধর্ষণের পর ওই নারীকে গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়েছে।

নিহত স্বরুপজান সাথী ওই মিল মালিক আব্দুর রশিদের দ্বিতীয় স্ত্রী। গলাকাটা মরদেহ ওই চাতাল মিলের একটি বদ্ধঘরে পড়েছিল।

জানা যায়, কয়েক বছর ধরে নিহত স্বরুপজান মিন্টুর মালিকানাধীন চাতাল মিলে শ্রমিকের কাজ করতেন। এক পর্যায় মিল মালিক মিন্টু ওই নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরবর্তিতে বিয়ে করে। এ নিয়ে মিন্টুর পরিবারে অশান্তি ছিল।

আনুমানিক বছর চারেক আগে স্বরুপজানকে তালাক দেয়ার পর দেড় বছর আগে ফের বিয়ে করে মিন্টু। এ নিয়ে আবারো মিন্টুর পরিবারে চরম অশান্তি চলছিল। মিন্টু প্রায় তার দ্বিতীয় স্ত্রীর সাথে মিলের ওই ঘরে রাত কাটাতো। মরদেহ উদ্ধারের পর থেকে মিন্টুুর পরিবারের লোকজন বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন।

থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, পুলিশের বিভিন্ন শাখা ঘটনাস্থলে এসে হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। এছাড়া থানা পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।