Print

Rupantor Protidin

স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৫ , ৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে তাদেরকেও একই আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের প্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) মাউশির উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর প্রবিধি ৬৪ এর আওতায় এ বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি মোতাবেক যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।