ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ওবায়দুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয়রা সীমান্তের মধুপুর গ্রামের বিপরীতে ভারতীয় অংশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহত ওবায়দুল (২৩) গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক বলে যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম জানিয়েছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, রোববার ভোরে সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি জানান। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশি কারো নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষণ না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছু বলা যাচ্ছে না।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা ঢাকা পোস্টকে বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সীমান্তে একটি মরদেহ দেখা গেছে। মরদেহটি ভারতের অভ্যন্তরে রয়েছে। উভয় দেশের বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ চলছে। শনাক্ত করে নিহত ব্যক্তি বাংলাদেশি হিসেবে নিশ্চিত হলে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানানো হয়েছে।