Print

Rupantor Protidin

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৫ , ৫:৩১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৭, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতাকাপ আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা- ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল ২০২৫) প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী খেলায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা জানি খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক একইসাথে খেলা আমাদের বিনোদন দেয়। খেলাধুলার মধ্য দিয়ে ছাত্র- শিক্ষকসহ সবার মাঝে এক ঐক্যের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে সকলের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধন করা সম্ভব হয়। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ারপর থেকে আমরা খেলাধুলার যে যাত্রা শুরু করেছি তা এখনো অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আশা করি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করা হবে।’

মাঠ সংস্কার বিষয়ে মাননীয় উপাচার্য বলেন, ‘এই বিশ্ববদ্যালয়ের খেলার মাঠ ও খেলাধুলার মান আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতোমধ্যেই বিকেএসপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর প্রতিনিধিদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। তারা এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তাদের সেই পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান আরো বৃদ্ধি করতে সক্ষম হবো বলে আশা করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল।

এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ অংশগ্রহণ করছে।