Print

Rupantor Protidin

যশোরে মধ্যরাতে ঘরে ঢুকে প্রতিবেশী মামিকে ধর্ষণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২৫ , ১০:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে মধ্যরাতে কথা আছে বলে বলে ঘরে প্রবেশ করে প্রতিবেশী মামিকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ভিকটিম নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন।

মামলায় যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার ছেলে বাপ্পি হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ এখনো বাপ্পিকে আটক করতে পারেনি।

মামলায় বাদী উল্লেখ করেছেন, তার স্বামী বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পি ও বাপ্পির পরিবারের সাথে তাদের সুসম্পর্ক। বাপ্পি তাকে মামি বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০টায় তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টা ৪০ মিনিটে বাপ্পি হঠাৎ বাড়িকে এসে দরজার কড়া নাড়েন। এসময় বলেন গুরুত্বপূর্ণ কথা আছে মামি। ওই নারী সরল বিশ্বাসে দরজা খুলে বাপ্পিকে ঘরে আসতে দেন। ঘরে আসা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি দিয়ে পাশের রুমে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী। সর্বশেষ শুক্রবার এ বিষয়ে পুলিশের অভিযোগ করেন তিনি। পুলিশ তার অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বাপ্পিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।